Friday, September 20, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে কৃষক আন্দোলনের পাশে রিহানা-গ্রেটা থানবার্গ- মিয়া খলিফা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ক্রমেই জোরালো হচ্ছে কৃষিবিল বিরোধী আন্দোলন। আন্তর্জাতিক স্তরে ভারতের কৃষক বিক্ষোভের খবর ছড়িয়ে পড়ছে আগুনের মতো। রীতিমতো মোদী সরকারের প্রটি তোপ দেগে কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়ালেন একের পর এক বিদেশি সেলেবরা। কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করেছেন পপস্টার রিহানা। ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে একটি লিঙ্ক উল্লেখ করে রিহানা ট্যুইটার হ্যান্ডলে লেখেন, কেন আমরা এই বিষয়ে কথা বলছি না? তিনি সংক্ষিপ্ত বার্তার সঙ্গে নয়া কৃষি আইনের প্রতিবাদকে সমর্থন করেছেন।

পাশাপাশি, সমর্থনে এগিয়ে এলেন কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। তাঁর ট্যুইট, ভারতের কৃষক আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তিনি প্রশ্ন করেন, কেন আমরা এ ব্যাপারে কথা বলছি না? যার নিচে ছিল কেন্দ্রের চোখ রাঙানি শাসন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে রাস্তায় পেরেক ফেলার সংবাদ।

রিহানার এই টুইট প্রকাশ্যে আসার কিছু ক্ষণের মধ্যেই তা টুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠে। হু হু করে বাড়তে থাকে তাঁর ফলোয়ার্স। লক্ষ লক্ষ মানুষ সেই টুইটে কমেন্ট করতে শুরু করেন। একসঙ্গে চলে রিটুইটের ঝড়। মঙ্গলবার রাতে তিনি টুইট করে জানান, আমরা ভারতের কৃষক বিদ্রোহের পাশে রয়েছি। তারও টুইটের সঙ্গে ছিল ওই একই সংবাদ।

বিক্ষোভরত কৃষকদের সমর্থনে টুইট করলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা। বুধবার টুইটারের দেওয়ালে কৃষিবিলের বিরোধীতায় বসা মহিলাদের ছবি পোস্ট করে একটি বিস্ফোরক ক্যাপশন জুড়ে দেন মিয়া। তাঁর মতে, ভারতের রাজধানীতে ২৬ শে জানুয়ারি যা ঘটেছে তা মানবাধিকারকে লঙ্ঘন করে। তিনি লেখেন, ‘ কী ঘটছে? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? ওরা নয়া দিল্লিতে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিয়েছে’। মিয়া যে ছবিটি এই টুইটের সঙ্গে পোস্ট করেন, সেখানে এক বর্ষীয়ান মহিলা প্ল্যাকার্ড হাতে ধরে আছেন। সেখানে লেখা- কৃষক হত্যা বন্ধ করুন।

 

Leave a Reply

error: Content is protected !!