দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের এক মহাতারকাকে হারাল বলিউড। বুধবারই প্রয়াত হয়েছেন ইরফান খান, আর তার ঠিক একদিন পরেই বৃহস্পতিবারই চিরনিদ্রায় গেলেন ঋষি কাপুর।
অত্যন্ত সংকটজনক অবস্থায় বুধবারই মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে। আইসিইউতেই রাখা হয়েছিল প্রবীণ বলিউড অভিনেতাকে।
Support Free & Independent Journalism