Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‛রাস্তা অবরোধ অনুচিত’ – দিল্লির কৃষক আন্দোলন নিয়ে সাফ জানাল সুপ্রিমকোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লির কৃষক আন্দোলন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিমকোর্ট আজ জানায়, “বৃহত্তর সমস্যার সমাধান রাস্তা অবরোধ করে হয় না। এর জন্য বিচারবিভাগ, প্রশাসন এবং রাজনীতির দ্বারস্থ হতে হয়।”

গত কয়েক মাস ধরে চলা কৃষক আন্দোলনের জেরে লাগাতার বিপর্যস্ত জনজীবন। কৃষকরা তিন জায়গায় দিল্লি সীমান্ত অবরোধ করে বসে আছে। এ ব্যাপারে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন জনৈক নয়ডাবাসী মনিকা আগরওয়াল। তাঁর দাবি, নয়ডা থেকে দিল্লির মধ্যে যান চলাচল মসৃণ করা হোক এবার।

এই অভিযোগ ও আবেদনের প্রেক্ষিতে উল্লেখিত মন্তব্য করে আদালত। পরোক্ষে আদালতের এই নিদান যে কৃষক আন্দোলনের উদ্দেশেই, তা বুঝতে অসুবিধা হয় না। কারণ, এর সঙ্গেই সুপ্রিমকোর্টের সংযোজিত নির্দেশ, যা-ই হোক না কেন, রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের অসুবিধে ঘটানো অনুচিৎ। আগরওয়ালের অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্ট হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সরকারকে জরুরি তলব করেছে। দিল্লির সরকার এবং পুলিশ প্রশাসনও এতে নড়েচড়ে বসেছে।

Leave a Reply

error: Content is protected !!