দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শাহিনবাগ আন্দোলনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ফরিদাবাদ থেকে নয়ডা যাওয়ার রাস্তা। ৬৯ দিন পরে সেই রাস্তার একটা অংশ খুলল। সুপ্রিমকোর্টের নির্দেশে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এই ব্যবস্থা করলেন আইনজীবীরা।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে দিল্লির শাহিনবাগে শুরু হয়েছিল ধর্না। যতদিন গিয়েছে, মানুষের যোগদান বেড়েছে ধর্ণা মঞ্চে। ফরিদাবাদ থেকে নয়ডা যাওয়ার রাস্তা খুলে দেওয়া হলেও এখনও নয়ডা থেকে দিল্লি যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে।
সুপ্রিমকোর্টের তরফে আইনজীবী সঞ্জয় হেগড়ে ও সাধনা রামচন্দ্রণের অনুরোধে একদিকের রাস্তা খুলতে রাজি হন আন্দোলনকারীরা। কিন্তু যতদিন না নাগরিকত্ব আইন তুলে নেওয়া হচ্ছে, ততদিন তাঁরা শাহিনবাগের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps