দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সিরি আর লিগ টেবিলের একদম শেষে থাকা ক্রোটনের বিরুদ্ধে ৩ – ০ গোলে জয় পেল জুভেন্তাস। দুটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি গোল করেন ওয়েস্টন ম্যাকিনি। এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারতেন রোনাল্ডো। কিন্তু অনেক সহজ সুযোগ কাজ লাগাতে পারেননি তিনি। ম্যাচে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ক্রোটনের ফুটবলাররা। ৩৮ মিনিটে আলেক্স স্যান্ড্রোর ক্রস থেকে গোল করেন রোনাল্ডো। প্রথমার্ধের সংযুক্তি সময়ে আবারও ব্যবধান বাড়ান পর্তুগিজ তারকা ফুটবলার। ইতালিয়ান লিগে ১৮ টি গোল করে সর্বোচ্চ গোল দাতার তালিকায় সবার ওপরে আছেন সিআর সেভেন। ক্রোটনের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ম্যাকিনি। ৬৬ মিনিটে। কর্নার থেকে ভেসে আসা বল ডে লিট হেড করে নামিয়ে দিলে জোড়াল শটে গোল করেন ম্যাকিনি।