সাকিব হাসান, দৈনিক সমাচার, কুলতলী: দঃ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা আমফানে নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার খবর সংবাদমাধ্যমে পরিবেশিত হয়। আর তারই সূত্রে কুলতলির জালাবেড়িয়ার বিভিন্ন প্রান্তে নলকূপের ব্যবস্থা করল রোটারি ক্লাব অফ কলকাতা হারমনি।
এছাড়াও এদিন স্কুল ছাত্র ছাত্রী এবং অসহায় মানুষদের হাতে কম্বল তুলে দিলেন ক্লাবের সদস্যরা। তারা সাধারণ মানুষদের জানান, আগামী দিনে কুলতলির পিছিয়ে পড়া গ্রামগুলিকে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এলাকার মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানানিয়েছেন।
Tags:Sundarban