Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বড় অঙ্কের খাদ্য সুরক্ষা প্রকল্প ঘোষণা করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঘোষণা করে তিনি বলেন, দেশের কোনও মানুষ ক্ষুধার্ত থাকবে না। এ দিন অর্থমন্ত্রী এক লক্ষ ৭০ হাজার কোটি টাকার খাদ্য সুরক্ষা প্রকল্পের কথা ঘোষণা করেন।

এ দিন অর্থমন্ত্রী জানান, ‛প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের’ আওতায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে চাল-গম পেতেন। এবার জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এপ্রিল থেকে গরিবদের আরও অতিরিক্ত ৫ কিলোগ্রাম গম এবং চাল দেওয়া হবে। পরবর্তী ৩ মাস এক কিলোগ্রাম করে ডাল দেওয়া হবে।

করোনার সঙ্গে যে সব চিকিৎসক, নার্স এবং স্বাস্থকর্মীরা প্রতিদিন লড়ছেন, তাঁদের জন্য ৫০ লক্ষ টাকা স্বাস্থ্য বিমার ঘোষণা করেন নির্মলা সীতারামন। এ দিন তিনি আরও ঘোষণা করেন, যে সব সংস্থার ১০০ নীচে কর্মী এবং ১৫ হাজারের নীচে বেতন, কেন্দ্র তাঁদের প্রভিডেন্ট ফান্ডে ২৪ শতাংশ টাকা দেবে।

Leave a Reply

error: Content is protected !!