দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। রবিবার ভোরে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। আরএসপি সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যাতেই প্রয়াত ক্ষিতি গোস্বামীর দেহ কলকাতায় নিয়ে আসা হবে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
ক্ষিতি গোস্বামী আরএসপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। বাম আমলে বিভিন্ন দফতরের মন্ত্রী ছিলেন ফ্রন্ট শরিক আরএসপি-র এই নেতা। বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভায় তিনি ছিলেন পূর্ত দফতরের দায়িত্বে। সামলেছেন দলের রাজ্য সম্পাদক ও দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব। ক্ষিতি গোস্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন