দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সম্পন্ন হওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদীর বিজেপি। এই পরাজয়ের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সংশ্লিষ্ট পত্রিকা ‘দ্য অর্গানাইজার’ মোদীর দলকে একহাত নিয়েছে। পত্রিকার একটি নিবন্ধে বলা হয়েছে, মোদীর ক্যারিশমা ও হিন্দুত্ববাদ দিয়ে ভোটে জয় সম্ভব না। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী, গত ২৩ মে প্রকাশিত পত্রিকায় প্রফুল্ল কেতকরের সম্পাদকীয়তে বলা হয়েছে, “বিজেপির হারের পর্যালোচনা করার এটাই সঠিক সময়। প্রভাবশালী নেতৃত্ব এবং আঞ্চলিক পর্যায়ে কাজ ছাড়া প্রধানমন্ত্রী মোদীর ক্যারিশমা ও হিন্দুত্ব আদর্শিক আঠা হিসেবে যথেষ্ট হবে না।”
আমাদের সাংবাদিকতাকে সরকার ও কর্পোরেট মুক্ত রাখতে আর্থিক সহযোগিতা করুন।