Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

“ভোটে জেতার জন্য মোদীর ক্যারিশমা এবং হিন্দুত্ব যথেষ্ট নয়”: আরএসএস সংশ্লিষ্ট পত্রিকা

কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পরে প্রকাশিত একটি সংখ্যায় আরএসএস সংশ্লিষ্ট পত্রিকা ‘দ্য অর্গানাইজার’ বলেছে যে, সময় হয়েছে বিজেপি তাদের হারের কারণ খুঁজে বের করুক। আঞ্চলিক পর্যায়ে প্রভাবশালী নেতৃত্ব এবং কাজ ছাড়া প্রধানমন্ত্রী মোদীর ক্যারিশমা ও হিন্দুত্ব দিয়ে নির্বাচনে জয়ী হওয়া যায়না।

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সম্পন্ন হওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদীর বিজেপি। এই পরাজয়ের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সংশ্লিষ্ট পত্রিকা ‘দ্য অর্গানাইজার’ মোদীর দলকে একহাত নিয়েছে। পত্রিকার একটি নিবন্ধে বলা হয়েছে, মোদীর ক্যারিশমা ও হিন্দুত্ববাদ দিয়ে ভোটে জয় সম্ভব না। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী, গত ২৩ মে প্রকাশিত পত্রিকায় প্রফুল্ল কেতকরের সম্পাদকীয়তে বলা হয়েছে, “বিজেপির হারের পর্যালোচনা করার এটাই সঠিক সময়। প্রভাবশালী নেতৃত্ব এবং আঞ্চলিক পর্যায়ে কাজ ছাড়া প্রধানমন্ত্রী মোদীর ক্যারিশমা ও হিন্দুত্ব আদর্শিক আঠা হিসেবে যথেষ্ট হবে না।”

আমাদের সাংবাদিকতাকে সরকার ও কর্পোরেট মুক্ত রাখতে আর্থিক সহযোগিতা করুন।

Leave a Reply

error: Content is protected !!