দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে অভিনব উদ্যোগ বিজেপির। অযোধ্যা রায় ঘোষণার আগে মুসলিম সম্প্রদায়ের আলেম, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বিশেষ বৈঠক করল আরএসএস এবং বিজেপি। কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভীর বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা সামাজিক ঐক্য ও সম্প্রীতির যাতে কোনও ক্ষতি না হয়, যে কোনও পরিস্থিতিতে স্থির থাকার আহ্বান জানান।
এই বৈঠকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কৃষ্ণ গোপাল এবং রামলাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহনওয়াজ হুসেন এবং মুসলিম সম্প্রদায়ের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মাহমুদ মাদানী, চলচ্চিত্র নির্মাতা মোজাফফর আলী, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য কামাল ফারুকী, প্রাক্তন সাংসদ শহীদ সিদ্দিকী ও শিয়া ধর্মগুরু কালবে জাওয়াদ এই বৈঠকে উপস্থিত ছিলেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন