দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সিএএ’র নামে প্রতিবাদের ভান করে হিংসা ছড়িয়েছে, নাগপুরে বিজয়া দশমীর বার্ষিক বক্তৃতায় এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি সিএএ’র প্রতিবাদীদের দাঙ্গাবাজ ও সুবিধাবাদী বলেও মন্তব্য করেন। তাঁর দাবি, দাঙ্গাবাজ ও সুবিধাবাদীরা এখনও হিংসা ছড়ানোর পরিকল্পনা করে চলেছে।
আরএসএস প্রধান আরও বলেন, ‘‘সিএএ-বিরোধী আন্দোলন দেশে উত্তেজনা সৃষ্টি করেছিল। এটা নিয়ে আরও এগোনোর আগেই ফোকাস সরে গেল করোনার উপরে। করোনা অন্য সব বিষয়কে ঢেকে দিয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘সিএএ কোনও ধর্মীয় সম্প্রদায়ের বিরোধিতা করে না। কিন্তু যারা এর বিরোধিতা করছে তারা আমাদের মুসলিম ভাইদের বিভ্রান্ত করেছে। তারা বলেছে, মুসলিম জনসংখ্যাকে সীমিত করার জন্য এই আইনের প্রণয়ন করা হয়েছে। CAA’র নামে প্রতিবাদের ভান করে সুবিধাবাদীরা হিংসা ছড়িয়েছে।’’