দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: এ যেন ভূতের মুখে রাম নাম। দেশের করোনার বারবাড়ন্ত পরিস্থিতির জন্য মোদী সরকারকে কার্যত কাঠগড়ায় তুলে তীব্র সমালোচনা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। করোনার প্রথম ঢেউয়ের পর সরকার সতর্ক হয়নি বলে এবার সরব হলেন সংঘ প্রধান। এই প্রসঙ্গে মোহন ভাগবত বলেছেন, ‘প্রথম ঢেউয়ের পর সকলে অবহেলা করেছেন। দেশবাসী, সরকার, প্রশাসন, সকলে অবহেলা করেছে। আমরা সবাই জানতাম আবার আসছে করোনার ঢেউ। ডাক্তাররাও সাবধান করেছিলেন। কিন্তু, তা সত্ত্বেও আমরা অবহেলা করেছি।’করোনা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘এখন বলা হচ্ছে, তৃতীয় ঢেউ আসতে পারে। আমাদের কি ভয় পাওয়া উচিত? নাকি শক্ত হাতে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে জেতা উচিত?’ করোনা আবহে যেখানে মোদী সরকারের সমোলাচনায় মুখর বিভিন্ন মহল, ঠিক সেই প্রেক্ষাপটে এদিন যে ভাষায় মুখ খুললেন আরএসএস প্রধান, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতির জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। মোদীকে আক্রনণ করে রাহুল লিখেছিলেন, ‘দেশে অক্সিজেন, ভ্যাকসিন, ওষুধের মতো নিখোঁজ প্রধানমন্ত্রীও। শুধু খোঁজ পাওয়া যাচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের উপর জিএসটি, আর প্রধানমন্ত্রীর ছবি দেখা যাচ্ছে।’ এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে টার্গেট করেছিলেন রাহুল গান্ধী। দেশে করোনা পরিস্থিতির জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে ইন্ডিয়ান মেজডিক্যাল অ্যাসোসিয়েশন। নরেন্দ্র মোদীকে সুপার স্প্রেডার বলে কটাক্ষ করা হয়েছে। মেডিক্যাল জার্নাল দ্য ল্যান্সেটের পক্ষ থেকেও মোদী সরকারের সমালোচনা করেছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করায় এবার পুলিশি পদক্ষেপ করা হল। দেশের করোনা পরিস্থিতি পরিচালনা নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করে পোস্টার দেওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।জানা যাচ্ছে, মোট ১৩টি এফআইআর দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘মোদীজি, আমাদের শিশুদের জন্য ভ্যাকসিন কেন বিদেশে পাঠিয়েছেন?’ বৃহস্পতিবার পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আটশোরও বেশি পোস্টার ও ব্যানার উদ্ধার করা হয়েছে।