Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

“আমাদের মার্গদর্শক ছিলেন প্রণব মুখোপাধ্যায়” – আরএসএস প্রধান মোহন ভাগবত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে বড় বিবৃতি করে বসলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তিনি জানালেন, “সঙ্ঘের প্রতি ওঁর প্রেম ও সদ্ভাবের কারণে উনি আমাদের কাছে এক জন মার্গদর্শক ছিলেন।”

২০১৮ সালের ৭ জুন নাগপুরে সঙ্ঘের সদর দফতরে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তখন দেশের রাষ্ট্রপতি তিনি। তাঁর নাগপুর সফর নিয়ে তখন কম বিতর্ক হয়নি সর্বভারতীয় রাজনীতিতে। প্রণবের মৃত্যুর পর এদিন সঙ্ঘ প্রধান যে বিবৃতি দিয়েছেন, তাতেও পরিষ্কার তাঁর প্রতি কতটা কৃতজ্ঞ আরএসএস।

 

 

 

Leave a Reply

error: Content is protected !!