দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতে বসবাসকারী ১৩০ কোটি মানুষই হিন্দু৷ এমনই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসঙ্ঘচালক মোহন ভাগবত। হায়দরবাদে আয়োজিত ‛বিজয় সংকল্প’ সভায় উপস্থিত হয়ে হিন্দুত্ব ইস্যুতে জোর দিয়েই নিজের বক্তব্য পেশ করেন মোহন ভাগবত।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
এদিনের অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন যে, ‛সঙ্ঘ তাকেই হিন্দু বলে মনে করে যে ভারতকে নিজের মাতৃভূমি মনে করে৷ এই ক্ষেত্রে সেই ব্যক্তি যে কোনও ভাষা বলতে পারেন, যে কোনও ধর্ম থেকে হতে পারেন, যে কোনও ভগবানকে পুজো করতে পারেন বা পুজো নাও করতে পারেন৷ এই ভাবে দেখতে গেলে ভারতে বসবাসকারী ১৩০ কোটি মানুষই হিন্দু৷’
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন