দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠল। ১০০ দিনের কাজ নিয়ে ঘটনার সূত্রপাত। স্থানীয় তৃণমূল নেতা আমানুর হোসেন এবং পিন্টু হোসেনের অনুগামীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চলে সংঘর্ষ।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ থানার নাককাটি গ্রাম পঞ্চায়েতের দিপড়পাড় এলাকায়। আমানুর হোসেন এর বাড়ী গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। অন্যদিকে, পিন্টুর অনুগামীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।