Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

গুজরাতে লাশের পাহাড়! তথ্য লুকোবেন না, বিজেপি সরকারকে ভর্ৎসনা গুজরাত হাইকোর্টের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিন যত গড়াচ্ছে গুজরাতের করোনা পরিস্থিতিও ততই ভয়াবহ হয়ে উঠছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমতাবস্থায় এবার রাজ্যের উপর চাপ বাড়িয়ে আরও কঠোর পদক্ষেপের দিকে এগোল গুজরাত হাইকোর্ট। দ্রুত রাজ্যের সমস্ত আরটি-পিসিআর টেস্টের যথাযথ তথ্য সামনে আনার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারক বিক্রম নাথ ও বিচারক ভার্গব খারিয়ার তরফে। করোনা টেস্ট ও আক্রান্তের সংখ্যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনোরকম ধোঁয়াশা দূর করতে এই তথ্য বিশেষ ভাবে প্রয়োজন বলে জানায় আদালত।

উল্লেখ্য, রাজ্যের পরিস্থিতি নিয়ে আগেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিল গুজরাত হাইকোর্ট। গুজরাতের করোনা টেস্টের হিসেব-নিকেশ নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন বিতর্ক দানা বাঁধছিল। আসল পরিসংখ্যান আড়ালের অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে। এইবার সেই বিষয়েই সরকারকে কড়া নির্দেশিকা দিল হাইকোর্ট। আদালতের দাবি বর্তমানে যে সঙ্কটময় পরিস্থিতির মধ্যে গোটা রাজ্যবাসী দাঁড়িয়ে রয়েছে তাতে করোনা পরীক্ষার স্বচ্ছতা একান্ত কাম্য। নাহলে আম-আদমির মধ্যে উদ্বেগ আরও বাড়বে। অন্যদিকে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা শুনেও তীব্র ভৎসনা করতে দেখা যায় কোর্টকে।

 

Leave a Reply

error: Content is protected !!