Tuesday, December 3, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

কোনো ধর্মীয় অনুভুতিতে আঘাত মেনে নেব না, ফ্রান্সকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মহানবী (সাঃ) কে অবমাননা করার কারণে ফ্রান্সের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মুসলিমরা। জোরাল প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এবার মুসলিম বিদ্বেষী ফ্রান্সকে কড়া হুঁশিয়ারি দিল রাশিয়া। ফ্রান্স’সহ ইউরোপীয় দেশগুলোতে ইসলাম অবমাননাকর কার্টুন প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, কোনো ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননা ও ধর্মপ্রাণ জনগোষ্ঠীর অনুভুতিতে আঘাত হানা রাশিয়ার দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

রুশ প্রসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার মস্কোয় সাংবাদিকদের বলেন, মহানবী (সাঃ)কে অবমাননা করার কারণে ফ্রান্সে সহিংসতা বেড়ে গেছে। কাজেই সবার আগে এ ধরনের অবমাননাকর কার্যকলাপ বন্ধ করতে হবে। ফ্রান্সকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার বক্তব্য, অবিলম্বে ফ্রান্সকে এসব বন্ধ না করতে হবে, কোনো ধর্মীয় অনুভুতিতে আঘাত কোনও ভাবেই রাশিয়া মেনে নেবে না।

 

Leave a Reply

error: Content is protected !!