দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর চারদিন ধরে কী কী খাতে সেই টাকা বরাদ্দ করা হচ্ছে তা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু চতুর্থ দিনে সীতারমনের ঘোষণার সমালোচনা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) অনুগামী শ্রমিক সংগঠন।
শনিবার চতুর্থ দফার ঘোষণায় আটটি গুরুত্বপূর্ণ সেক্টরে বেসরকারিকরণের উপর জোর দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এই পদক্ষেপের ফলে আরও বেকারত্ব বাড়বে বলে অভিযোগ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের। সংগঠনের জেনারেল সেক্রেটারি ব্রিজেশ উপাধ্যায় জানিয়েছেন, ‛অর্থমন্ত্রীর চতুর্থ পর্যায়ের ঘোষণা ভারতের জন্য কালো দিন। প্রথম তিন দিনের বক্তব্য শোনার পরে সাধারণ মানুষের মনে যে আশা দেখা দিয়েছিল, তা চতুর্থ দিনে এক ঝটকায় ভেঙে চুরমার হয়ে গিয়েছে।’