দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ধর্ষক বলে আক্রমণ শানালেন বিশ্বহিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী। শনিবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেছিলেন, ‛ভারতবর্ষ ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে।’ মূলত রাহুলের মন্তব্যে পাল্টা মন্তব্য করতে গিয়ে শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন এই হিন্দুত্ববাদী নেত্রী।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই প্রাচী বলেন, ‛রাহুল গান্ধী এত বড় বড় কথা বলছেন, ওঁর মুখে এসব মানায় না। জওহরলাল নেহরুই তো দেশের সব থেকে বড় ধর্ষক।’ রাহুল বলেছিলেন, ‛ধর্ষণের ঘটনায় বিজেপি বিধায়কের নাম জড়িয়েছে আর আমাদের প্রধানমন্ত্রী চুপ করে রয়েছেন।’ পালটা তোপ দাগতে গিয়ে সমস্ত সীমা পেরিয়ে গেলেন প্রাচী।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন