Thursday, March 13, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

ফের লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লন্ডনের মেয়র পদে দ্বিতীয়বারে জন্য জয়ী হলেন সাদিক খান ৷ বর্তমানেও তিনি লন্ডনের মেয়র পদে রয়েছে ৷ কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে হারিয়েছেন তিনি ৷ গত সপ্তাহে হওয়া স্থানীয় নির্বাচনের ফলপ্রকাশের পর লন্ডনের সংবাদমাধ্যমের তরফে এমনই জানানো হয়েছে ৷

লন্ডনের স্থানীয় সময় শনিবার রাতে মেয়র পদে জিতে সাদিক খান বলেন, ‘‘আমি সবসময় সকল লন্ডলবাসীর মেয়র হয়ে থাকব ৷ শহরের প্রতিটি মানুষের জীবনকে উন্নত করতে কাজ করে যাব ৷” ৫১ বছর বয়সি লেবার পার্টির সদস্য সাদিক খান ২০১৬ সালে প্রথম মেয়র নির্বাচিত হন ৷

তিনি আরও বলেন, ‘‘যুক্তরাজ্য়ের আশেপাশের নির্বাচনের ফলাফল এমনকি আমাদের দেশ তথা শহর, এখনও গভীরভাবে বিভক্ত ৷ তার কারণ এখনও মানুষের মধ্যে ব্রেক্সিটের ক্ষত এখনও নিরাময় হয়নি ৷’’

সাদিক খান ৫৫.২ শতাংশ ভোট পেয়ে বেইলেকে হারিয়েছেন ৷ প্রসঙ্গত, সাদিক খান প্রথম রাউন্ডের ফলাফলে যে ভোট পেয়েছিলেন, তা শেষ রাউন্ড পর্যন্ত ধরে রাখতে পেরেছিলেন ৷

পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খানের জন্ম ১৯৭০ সালের ৮ অক্টোবর সাউথ লন্ডনে। তিনি শ্রমজীবী সুন্নি মুসলিম পরিবারের সন্তান। তার দাদা ১৯৪৭ সাথে ভারতবর্ষ বিভক্তির সময় যুক্তপ্রদেশের লক্ষ্ণৌ থেকে পাকিস্তানে চলে যান। তার বাবা আমানুল্লাহ ও মা সেরুন ১৯৬৮ সালে পাকিস্তান থেকে লন্ডন যান। সাদিক খান ছিলেন তার মা-বাবার আট সন্তনের পঞ্চম। আমানুল্লাহ বাসচালক হিসেবে কাজ করেছিলেন। আর মানবাধিকার আইনজীবী। তার স্ত্রীর নাম সাদিয়া। তাদের দু’মেয়ে রয়েছে। সাদিক খান একবার বলেছিলেন, অদূর ভবিষ্যত ব্রিটেন একজন মুসলিম প্রধানমন্ত্রী পাবে। তবে ওই লোক তিনি নন।

 

Leave a Reply

error: Content is protected !!