দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্রে বিজেপিকে ঘোর সঙ্কটে ফেলে রেখেছে তাদেরই জোট সঙ্গী শিবসেনা। এইবার বিজেপির ঔদ্ধত্য নিয়ে সুর চড়া করল দলটি। শিবসেনার নেতা সঞ্জয রাউত শুক্রবার সকালেই কারও নাম করে হিন্দিতে একটি ট্যুইট করেন। ট্যুইটে স্পষ্ট, তিনি কটাক্ষ করেছেন বিজেপির ঔদ্ধত্য নিয়ে।
*साहिब…*
*मत पालिए, अहंकार को इतना,*
*वक़्त के सागर में कईं,*
*सिकन्दर डूब गए..!*— Sanjay Raut (@rautsanjay61) November 1, 2019
এখন মহারাষ্ট্রে সরকার গড়তে হলে শিবসেনা ছাড়া গতি নেই বিজেপির। এই সুযোগ পুরোমাত্রায় কাজে লাগাচ্ছে শিবসেনা। তারা এতদিন বিজেপির কাছে ৫০:৫০ ফর্মুলা দিয়ে রেখেছিল। এখন তারা বলছে, চাইলে সরকার গড়ার জন্য প্রয়োজনীয় বিধায়ক জোগাড় করে ফেলবে।
মহারাষ্ট্রে সরকার গঠনের লক্ষ্যে দর কষাকষি, কটাক্ষ… সেখান থেকে এবার বড়শরিকের ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন তুলল শিবসেনা। সবচেয়ে পুরনো শরিক শিবসেনা কি এবার বিজেপিকে ছেড়ে দেওয়ার মঞ্চ পুরোপুরি প্রস্তুতই করে ফেলেছে? প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে শীঘ্রই।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন