Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

ইসলামের পথে চলার অঙ্গীকার, বলিউডকে চিরবিদায় জানানোর পর এবার মুফতিকে বিয়ে করলেন সানা খান

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অনেক আগেই ইসলামের পথে চলার অঙ্গীকার করেছেন তিনি। মহান আল্লাহর প্রেমে মগ্ন হয়ে তার পথে চলার জন্য বলিউড কে চিরবিদায় জানিয়েছেন বিগ বস খ‍্যাত অভিনেত্রী সানা খান। এবার ফের চমক দিলেন সানা। গুজরাতের সুরাতের এক মুফতিকে বিয়ে করলেন তিনি। বিয়ের পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সানা সাদা হিজাব পরে। সঙ্গে মুফতি আনাস, তাঁর স্বামী। তাঁদের বিয়ের কেক কাটতেও দেখা যাচ্ছে।

৮ অক্টোবর সানা খান সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন। তাতে লেখেন, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে বাকি জীবন তিনি আল্লাহের পথে চলবেন, সমাজসেবা করবেন। সকলকে অনুরোধ করেন, তাঁকে আর কাজের জন্য না জোরাজুরি করতে, অভিনয়ের অফার না দিতে।

 

Leave a Reply

error: Content is protected !!