Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

দেশের বাকি রাজ্য কি পাকিস্তান? বিহারে বিনামূল্যে ভ্যাকসিন প্রতিশ্রুতি নিয়ে বিজেপিকে কটাক্ষ শিবসেনার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহার বাদে দেশের বাকি রাজ্য কি পাকিস্তান? বিহারে বিনামূল্যে ভ্যাকসিন প্রতিশ্রুতি নিয়ে বিজেপিকে কটাক্ষ করল শিবসেনা। ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন। তার আগে ২২ তারিখ নির্বাচনের ইস্তাহার প্রকাশ করে বিজেপি। এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন নির্মলা সীতারমন। অনুষ্ঠানে ১৯ লক্ষ চাকরি ও বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিজেপি। নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে জোট বেঁধে তারাই যে আরও পাঁচবছর ক্ষমতায় থাকবে, তা নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি৷ তবে বিজেপির করোনা প্রতিশঅরুতি তোপের মুখে পড়েছে বিরোধীদের।

পুরোনো শরিক শিবসেনার রোষানলে পড়েছে বিজেপি। বিজেপির প্রতিশ্রুতিকে কটাক্ষ করে শিবসেনা নেতা তথা ‘সামনা’র সম্পাদক সঞ্জয় রাউত প্রশ্ন করেন, ‘করোনা ভ্যাকসিন কি তবে শুধু বিহার পাবে? দেশের বাকি রাজ্য কি পাকিস্তান।’

এছাড়াও বিজেপির এই প্রতিশ্রুতিকে নিম্নমানের রাজনীতি বলেও কটাক্ষ করেন রাউত। তিনি দেশের সবাইকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার দাবি তোলেন। ভোট রাজনীতির খাতিরে রাজ্য ভিত্তিক বিভেদ সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলেন বিজেপি। করোনা ভাইরাসের টীকার উপর সবার সমান অধিকার রয়েছে বলে দাবি করেন সঞ্জয়।

এদিন সঞ্জয় রাউত বলেন, ‘বিহার অবশ্যই করোনা ভাইরাস ভ্যাকসিন পাবে। আমি তার বিরোধিতা করছি না। তবে দেশের বাকি রাজ্য তো আর পাকিস্তান নয়। করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে এহেন রাজনীতি কেন? গোটা দেশই করোনা সংক্রমণে জর্জরিত। শুধু বিহারের উপর ত করোনার চোখ রাঙানি নেই। সবারই করোনা ভ্যাকসিনের উপর সমান অধিকার রয়েছে।’

 

Leave a Reply

error: Content is protected !!