Monday, February 24, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

ফুটবল বিশ্বকাপে বড় অঘটন, সৌদি আরবের কাছে পরাজিত মেসির আর্জেন্টিনা

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে বড় অঘটন। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেল লিও মেসির আর্জেন্টিনা। এদিন ম্যাচের প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই বদলাতে থাকে খেলার চিত্রপট। ৪৮ মিনিটে সবাইকে অবাক করে সৌদিকে সমতায় ফিরিয়ে আনেন আল শেহরি। বক্সের কোনাকুনি তার বা পায়ের শট জড়িয়ে গেল জালে। এরপর ৫৩ মিনিটে এগিয়ে যায় সৌদি আরব। আল দোসারির শট প্রচন্ড গতিতে এমিলিয়ানোর নাগাল এড়িয়ে গোলে চলে যায়। পাঁচ মিনিটের ব্যবধানে আন্ডার ডগ সৌদিরা ফেভারিট আর্জেন্টিনাকে মাটিতে নামিয়ে আনেন।

বিশ্বকাপের ইতিহাসে আজকের আগে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের সাক্ষাৎকার হয়েছিল মোট চারবার। দুবার জিতেছিল আর্জেন্টিনা, দুবার ড্র। ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্তিনা এখন তৃতীয় স্থানে। আর সৌদি আরব রয়েছে ৫১ নম্বরে। এদিন আর্জেন্টিনা আক্রমণ তুলে আনছিল। কিন্তু বক্সে ফিনিশ হচ্ছিল না। সৌদির গোলরক্ষক এবং ডিফেন্ডার সাহসী লড়াই চালিয়ে গেলেন। অতিরিক্ত ৮ মিনিট সময় দেওয়া হয়েছিল। আশা করা হচ্ছিল আর্জেন্টিনা হয়তো হার বাঁচিয়ে নেবে। কিন্তু সেটা আর হল না। সৌদি আরবের সাহসের জয় হল। আন্তর্জাতিক আঙ্গিনায় ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর মোক্ষম সময় ভেঙে গেল আর্জেন্টিনার রেকর্ড।

Leave a Reply

error: Content is protected !!