দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডাঃ জাকির নায়েক। সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের নিন্দা জানিয়ে জাকির নায়েক বলেছেন, মোদী সরকারের এই সিদ্ধান্তের ফলে কাশ্মীর পরিণত হতে পারে আরেকটি ফিলিস্তিনে।
মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে জাকির নায়েক বলেন, ভারতের আরও কয়েকটি রাজ্য অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৩-এ এর অধীনে বিশেষ মর্যাদা ভোগ করছে। কিন্তু ডান-চরমপন্থী বিজেপি সরকার কাশ্মীরে যে সংকট তৈরি করেছে, তা ঘৃণা উসকে দেবে। কাশ্মীর সংকট থেকে আরেকটি ফিলিস্তিন তৈরি হবে। ইতোমধ্যে এই লক্ষণ দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, বিজেপি সরকার ভারতের বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে মূলত যুদ্ধ ঘোষণা করেছে। কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিয়ে এবং সেখানে ১০ লাখ সেনা নিযুক্ত করে কাশ্মীরিদের স্বাধীনতার ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে এটি বন্ধ করা দরকার। জম্মু-কাশ্মীরের বহু রাজনীতিবিদ ও নেতাকর্মীকে অবৈধভাবে আটক করা হয়েছে এবং তাঁদের উপর নির্যাতন করা হচ্ছে বলেও মন্তব্য করেন জাকির নায়েক।