Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

কোন ধারায় এতদিন ধরে মেহবুবাকে বন্দি করে রাখা হয়েছে? প্রশ্ন সুপ্রিমকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ৩৭০ ধারা অবলুপ্তির সময় অধিকাংশ রাজনৈতিক নেতাদের বন্দি করেছিল কেন্দ্র। এরপর ধীরে ধীরে ওমর ও ফারুক আবদুল্লা সহ অনেকেই মুক্ত হয়েছেন কিন্তু এখনও বন্দিদশা কাটেনি মেহবুবা মুফতির। পিডিপি নেতাকে অবিলম্বে মুক্ত করা হোক, এই দাবি করে শীর্ষ আদালতে গিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা মেহবুব। তাঁর করা পিটিশনের এদিন শুনানি হল দুই সদস্যের বেঞ্চের সামনে। বিচারপতি সঞ্জয় কিষান কৌলের নেতৃত্বাধীন বেঞ্চে আছেন বিচারক হষিকেশ রায়ও। তাঁরা সলিসিটার জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করেন, কোন ধারায় এতদিন ধরে মেহবুবাকে বন্দি করে রাখা হয়েছে? সেই সঙ্গে সুপ্রিমকোর্ট স্পষ্ট করতে বলে যে কতদিন মেহবুবা মুফতিকে আটকে রাখবে জম্মু-কাশ্মীর সরকার ও কোন ধারায়।

এদিন ইলতিজার পক্ষের আইনজীবী আদালতে অভিযোগ করেন যে মেহবুবা মুফতির সঙ্গে তাঁর বাড়ির লোকদের দেখা করতে দেওয়া হচ্ছে না। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রকে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। মামলার ফের শুনানি হবে অক্টোবর ১৫।

 

Leave a Reply

error: Content is protected !!