দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে আপাতত স্বস্তি দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, আগামী তিন সপ্তাহ গ্রেফতার করা যাবে না অর্ণবকে।
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে দেশজুড়ে প্রায় হাজার মামলা দায়ের হয়েছে।
এদিন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এমআর শাহের বেঞ্চে অর্ণব মামলার শুনানি ছিল। শুনানি শেষে দুই বিচারপতির বেঞ্চ আপাতত তিন সপ্তাহ অর্ণবকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দেয়।
পাশাপাশি সুপ্রিমকোর্ট আরও জানিয়েছে, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দেশে যত এফআইআর দায়ের হয়েছে তার মধ্যে একটি বাদ দিয়ে কোনওটি নিয়েই অগ্রসর হওয়া যাবে না। কেবল নাগপুরে দায়ের হওয়া যে অভিযোগ মুম্বই পুলিশের কাছে পাঠানো হয়েছে তা নিয়েই তদন্ত করতে হবে।
Support Free & Independent Journalism