দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা সংক্রমণ থেকে বাঁচতে ডিটেনশন ক্যাম্পে বন্দি থাকা লোকদের মুক্তি দেওয়ার আবেদনে কেন্দ্র ও অসম সরকারকে নোটিশ জারি করল দেশের শীর্ষ আদালত। জাস্টিস ও লিবার্টি ইনিশিয়েটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ২৫ মার্চ সুপ্রিমকোর্টের কাছে এই আবেদনটি পেশ করেছিল।
সংস্থার পক্ষে করা ওই আবেদনে সেইসব বন্দিদের মুক্তি দাবি করা হয়েছিল যারা বন্দিদশায় দুই বছরের বেশি সময় কাটিয়েছেন। আবেদনে বলা হয়, আটক কেন্দ্রগুলি জনবহুল হওয়ায় সেখানে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে।