দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মণিপুরের গোষ্ঠীহিংসা নিয়ে খবর প্রচার করায় ‘এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া’-র চার সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল মণিপুর সরকার। তবে আপাতত সে রাজ্যের পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারবে না। বুধবার সুপ্রিমকোর্ট গিল্ডের সভাপতি সীমা মুস্তাফা এবং অন্য অভিযুক্তদের রক্ষাকবচ দেওয়ার কথা ঘোষণা করেছে।
এফআইআর দায়ের করার পর মণিপুর সরকারের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল গিল্ড। বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযুক্ত চার সাংবাদিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। ওই সময়সীমার মধ্যে এফআইআর দায়েরের কারণ জানানোর জন্য মণিপুর সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।