দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ সকাল সাড়ে দশটায় অযোধ্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করতে চলেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ জন বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সহ পাঁচ জন বিচারপতির নিরাপত্তা বাড়ানো হয়েছে।
রায় ঘোষণার আগে প্রায় চোদ্দ হাজার অতিরিক্ত নিরাপত্তা কর্মী গোটা উত্তরপ্রদেশে মোতায়েন করা হয়েছে। লখনউ ও অযোধ্যায় দুটি হেলিকপ্টারও রাখা হয়েছে কোনও আপৎকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য। পাশাপাশি সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই রকমের নির্দেশ জারি হয়েছে দিল্লি, কর্নাটক, মধ্যপ্রদেশেও। পশ্চিমবঙ্গেও সব থানাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নবান্ন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন