Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

আজই সবরীমালা, রাফাল পুনর্বিবেচনার মামলার রায় দেবে সুপ্রিমকোর্ট

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ সবরীমালা এবং রাফাল মামলার পুনর্বিবেচনার আবেদন খতিয়ে দেখবে দেশের শীর্ষ আদালত। রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্য রয়েছে এই মামলা দুটির। অযোধ্যা জমি বিবাদ মামলা রায়ের পর এই দুটিও বেশ হাইপ্রোফাইল মামলা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছর সবরীমালা মন্দিরে আয়াপ্পা দর্শনে সব বয়সের মহিলাদের প্রবেশের অনুমতি দিয়েছিল সুপ্রিমকোর্ট। আদালতের রায়ের পরও মহিলাদের আয়াপ্পা দর্শনে বাধা দেয় বিক্ষুব্ধ ভক্তরা। পরে ওই রায়ের পুনর্বিবেচনার দাবিতে ৬৪টি আবেদন জমা পড়ে সুপ্রিমকোর্টে। আজ সেই মামলারই শুনানি করবে রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ৫ সদস্যের বেঞ্চ।

আগামী ১৭ নভেম্বরে কার্যকাল শেষ হচ্ছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের। অবসরের আগেই অযোধ্যা মামলার মতো ঐতিহাসিক রায় দিয়েছেন তিনি। রাফাল চুক্তি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, আজ সেটাও খতিয়ে দেখবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে রাফাল ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!