দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আহমেদাবাদের কাঁকরিয়া অঞ্চলে গুজরাত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণাধীন লিটল স্টার স্কুলের বিরুদ্ধে নাগরিকত্ব আইনের সমর্থনে জোর করে পড়ুয়াদের থেকে পোস্ট কার্ড লিখিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। কিছু অভিভাবকের মতে, মঙ্গলবার ক্লাস চলাকালীন শিক্ষকরা ব্ল্যাকবোর্ডগুলিতে একটি অভিনন্দন বার্তা লিখেছিলেন এবং শিক্ষার্থীদের তাদের পোস্টকার্ডে ওই বার্তাটির অনুলিপি করতে বলেন।
বার্তাটিতে লেখা হয়েছিল, ‛অভিনন্দন। আমি, ভারতের নাগরিক, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সিএএ (নাগরিকত্ব সংশোধন আইন) এর জন্য অভিনন্দন জানাই। আমি এবং আমার পরিবার এই আইনটিকে সমর্থন করি।’ পোস্টকার্ডে পড়ুয়াদের তাদের বাড়ির ঠিকানা সহ প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা ‛পিএমও, দক্ষিণ ব্লক সচিবালয়ের ভবন, রাইসিনা হিলস, নয়াদিল্লী’ লিখে জমা দিতে বলা হয়।
স্কুলের পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এই পোস্টকার্ড বার্তাটি লেখার কথা বলা হয়। যদিও অভিভাবকদের প্রতিবাদের পরে স্কুল পরিচালনা সমিতি এই বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে ক্ষমা চায় বলে জানা যাচ্ছে। পরে ওই পোস্টকার্ডগুলি অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হলে, পরবর্তীকালে সেগুলি ছিঁড়ে ফেলা হয়।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন