দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তিরুঅনন্তপুরমের রাজীব গান্ধী সেন্টার ফর বায়োটেকনোলজির (আরজিসিবি) দ্বিতীয় ক্যাম্পাসটির নাম পাল্টে আরএসএস প্রচারক গোলওয়ালকরের নামে করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আরজিসিবি-র নাম পাল্টানোর বিষয়টি শুক্রবার সামনে আনেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তা নিয়ে কেন্দ্রকে চিঠি দেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। লেখেন, ‘কেরল সরকার চায়, প্রস্তাবিত নামের পরিবর্তে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনও ভারতীয় বিজ্ঞানীর নামে প্রতিষ্ঠানটির নামকরণ হোক। সিদ্ধান্ত যদি নেওয়া হয়ে গিয়ে থাকে অথবা যদি আলাপ আলোচনার পর্যায়েও থাকে, তাহলেও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে অনুরোধ করছি।’