দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হরিয়ানার নুহ জেলার পরিস্থিতি ফের অস্থির হয়ে উঠেছে। শনিবার থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। বলবৎ আছে ১৪৪ ধারা।
নুহ-সহ হরিয়ানার বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার জেরে বিশ্বহিন্দু পরিষদের ব্রিজমণ্ডল শোভাযাত্রায় অনুমতি দেয়নি সেখানকার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, আগের ঘটনা থেকে শিক্ষা নিয়েই প্রশাসন চলতি পদক্ষেপগুলি করেছে।
যদিও হরিয়ানা সরকারে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বহিন্দু পরিষদের নেতা বিনোদ বনসল ঘোষণা করেছেন, সোমবার বেলা ১১টা থেকে ব্রিজমণ্ডল শোভাযাত্রা শুরু হবে। তাঁর বক্তব্য, ধর্মীয় শোভাযাত্রার জন্য অনুমতি নেওয়ার প্রশ্ন ওঠে না। শোভাযাত্রা হবেই।