Friday, February 7, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপিকে হারাতে ধৰ্মনিরপেক্ষ দলগুলোকে লড়তে হবে: ইলিয়াস

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: বিজেপিকে হারাতে ধৰ্মনিরপেক্ষ দলগুলোকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে বলে মনে করেন ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি ড: কাসেম রসূল ইলিয়াস। কলকাতায় এসে এক বুদ্ধিজীবী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামানও একই অভিমত প্রকাশ করেছেন। কামরুজ্জামান বলেন, আমরা রাজনৈতিক প্রতিন্দ্বিতা চাই, কিন্তু দেখতে হবে বিষধর সাম্প্রদায়িক শক্তির ফণায় যেন বাংলা আক্রান্ত না হয়। এমনভাবে লড়তে হবে যাতে ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষমতায় থাকে আবার বঞ্চিত সমাজের কিছু প্রতিনিধি বিধানসভায় গিয়ে নিজেদের কথা বলতে পারেন।

জানা গেছে, মুহাম্মদ কামরুজ্জামান বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করে ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দিচ্ছেন। কংগ্রেস, সিপিএম, তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কিছুদিনের মধ্যে অধীররঞ্জন চৌধুরীর সঙ্গেও তার বৈঠক হবার কথা। ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করে মুহাম্মদ কামরুজ্জামান বলেন, আমরা সকলেই চাইছি বাংলায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে একুশের নির্বাচনে যৌথভাবে লড়াই হোক।

এদিকে বাংলা সফরে এসে রবিবার কলকাতায় দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলন করে ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি বলেন, “রাজ্যে তৃণমূল সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, পঞ্চায়েত ভোটে নমিনেশন দিতে দেয়নি,ক্যাম্পাসে ভোট নেই,বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। বিজেপির উত্থান হয়েছে সাম্প্রদায়িকতার পথ ধরে। ফ্যাসিবাদী বিজেপি ও গণতন্ত্র বিরোধী তৃণমূল সরকারের কাছ থেকে মানুষ মুক্তি চাইছে। রাজ্যের ধর্মনিরপেক্ষ মানুষকে বিকল্প সরকার গড়ার জন্য এগিয়ে আসতে হবে।”

কাসেম রসূল ইলিয়াস আরও বলেন, মানুষ খাবার চাইছে,কাজ চাইছে,নিরাপত্তা চাইছে। কিন্তু বিজেপি সরকার মন্দির, মসজিদ ও মেরুকরণের রাজনীতি করছে। তৃণমূল সরকার উন্নয়ন ছেড়ে বিজেপির কাউন্টার দিতে গিয়ে নরম হিন্দুত্বের পথে যাচ্ছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ধর্মীয় রাজনীতি মানুষের কল্যাণ আনতে পারে না। মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বাংলার উন্নয়ন সম্ভব নয়। বাংলার মানুষ রাজনৈতিক সচেতন, দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল,আগামী দিনেও ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে রায় দেবে।

কিন্তু ওয়েলফেয়ার পার্টির সঙ্গে কি কোনও জোট হবে? মুহাম্মদ কামরুজ্জামান এ প্রসঙ্গটি এড়িয়ে গিয়ে জানান, আমাদের উদ্দেশ্য মূল্যবোধ ভিত্তিক রাজনীতির প্রসার। ড: কাসেম রসূল ইলিয়াস সাহেব বারবার আদর্শের দিকে জোর দিয়েছেন। শুধু ক্ষমতা দখল নয়, নীতি, নৈতিকতা ও মূল্যবোধের ভিত্তিতে সরকার চলবে।

 

Leave a Reply

error: Content is protected !!