দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তৃণমূলের বহিরাগত তত্ত্বের বিরোধ করতে গিয়ে এবার বলিউড অভিনেতা শাহরুখ খানের নাম নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দিলীপ ঘোষ প্রশ্ন করেন, ‘অমিত শাহ, নরেন্দ্র মোদী বহিরাগত হলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান কোথাকার?’
তাঁর কথায়, ‘বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, অথচ যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্যে দিদি মিছিল করেছেন তাঁকে তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করলেন না কেন? তখন কি এই কথাটা মাথায় ছিল না? শাহরুখের ধর্ম দেখে কি তাঁকে এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে? এই সব নাটকবাজি বাংলার মানুষ বুঝে গিয়েছে।’