দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনরতদের খাবার, কম্বল কেড়ে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল যোগী-রাজ্যের পুলিশের বিরুদ্ধে। শনিবার রাতে উত্তরপ্ৰদেশের লখনউয়ের ঘন্টাঘরের কাছে সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভ চলছিল। খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের কম্বল, খাবার, বাসনপত্ৰ নিয়ে চলে যায় বলে অভিযোগ।
এমনকি রাতে খোলা আকাশের নীচে বসে থাকার জন্য যে প্লাস্টিক শিট আনা হয়েছিল, সে সবও পুলিশ নিয়ে চলে গেছে বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। কোন আইনে শীতের রাতে বিক্ষোভকারীদের কম্বল কেড়ে নেওয়া হল প্ৰশ্ন তুলেছেন অনেকেই। তবে পুলিশের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে উত্তরপ্রদেশ সরকার।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন