Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘দেশকে বাঁচাতে হলে সর্বশক্তি দিয়ে আরএসএসের খোলস বিজেপিকে রুখতে হবে ’: সেলিম

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি হল আরএসএসের খোলস। দেশকে বাঁচাতে হলে সর্বশক্তি দিয়ে আরএসএসকে রুখতে হবে। এদের মঞ্চ হল তৃণমূল। বিজেপি তৃণমূলের মুকুল রায়, শুভেন্দুকে ভাড়ার মতো ব্যবহার করছে। শনিবার এভাবেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।

এদিন শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে হিন্দি স্কুল ময়দানে জনসভা ছিল সিপিআইএমের। সেখানে উপস্থিত হন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এরপর তিনি একের পর এক বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাতে থাকেন। এদিন সেলিম ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, জেলা সম্পাদক জীবেশ সরকার প্রমুখ।

 

Leave a Reply

error: Content is protected !!