Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘‌দেহ বেচে ধার মিটিয়ে দিন’‌, দেনার দায়ে আত্মহত্যা করার আগে মোদীকে চিঠি কৃষকের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিদ‍্যুতের বিল মেটাতে না পেরে আত্মহত্যা করলেন এক কৃষক। কিন্তু আত্মঘাতী হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে লিখলেন,‌ ‘‌দেহ বেচে বিল মিটিয়ে দিন’‌। জানা গেছে, বছর ৩৫ এর মৃত ওই কৃষকের নাম মুনেন্দ্র রাজপুত। মর্মান্তিক ঘটনাটি ঘেটেছে মধ্যপ্রদেশের ছতরপুরে।

 

মৃত কৃষকের পরিবারের অভিযোগ, অতিমারী সঙ্কট এবং ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে ৮৭ হাজার টাকার বিদ্যুতের বিল মেটাতে পারেননি মুনেন্দ্র। তারপরই নোটিস পাঠিয়ে তাঁর গমের কারখানা আর মোটরবাইক বাজেয়াপ্ত করেছে ওই বিদ্যুৎ সংস্থা। মুনেন্দ্র চিঠিতে লিখেছেন, ‘‌বড় বড় রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মচারিরা দুর্নীতি করলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। তাঁরা ঋণ নিলে তা পরিশোধের জন্য অঢেল সময় দেওয়া হয়। কিন্তু একজন গরিব মানুষ সেই সব সুবিধে পান না। সরকার এসে জিজ্ঞেসও করে না, কেন তাঁর ধার মেটাতে দেরি হচ্ছে! পরিবর্তে তাঁকে অপমান, হেনস্থা‌র শিকার হতে হয়।’

Leave a Reply

error: Content is protected !!