দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০১৮-র আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় বর্তমানে জেল হেফাজতে আছেন অর্ণব গোস্বামী। এই আদেশের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন তিনি। সেখানে পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধোরের গুরুতর অভিযোগ এনেছেন তিনি।
অর্ণবের অভিযোগ তাঁকে গ্রেফতার করা ও আলিবাগে নিয়ে যাওয়ার সময় ও তারপর পুলিশ কাস্টডিতে পুলিশ অভব্য ব্যবহার করেছে। তাঁর বা হাতে ছয় ইঞ্চি গভীর আঘাত হয়েছে, শিরদাঁড়ায় মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।
এছাড়াও তাঁকে পুলিশ বুট পরে লাথি মেরেছে ও জল পর্যন্ত দেয়নি বলে অভিযোগ করেছেন অর্ণব। তাঁকে জুতো পর্যন্ত দেওয়া হয়নি ও জোর করে কোনও তরল পদার্থ পান করিয়ে দেওয়া হয়েছিল যার জেরে তিনি বিষম খেয়েছিলেন, বলে জামিন আবেদনে উল্লেখ করেছেন।