দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সুপ্রিমকোর্টের মধ্যস্থতাকারীদের কাছে সাত দফা দাবি পেশ করল শাহিনবাহের প্রতিবাদীরা। শনিবার সকালেই শাহিনবাগে মহিলা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে যান সুপ্রিমকোর্ট নিযুক্ত মধ্যস্থতাকারী সুধা রামচন্দ্রন। দুপুরের দিকে যান আরেক মধ্যস্থতাকারী সঞ্জয় হেগড়ে। এদিন মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে সাত দফা দাবি পেশ করা হয়।
একনজরে প্রতিবাদীদের সাত দফা দাবি –
১. প্রতিবাদীদের ২৪ ঘণ্টার নিরাপত্তা দাবি
২. নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে লিখিত ভাবে, সুপ্রিমকোর্টকে জানাতে হবে
৩. আন্দোলনকারীদের জন্য টিনের আচ্ছাদন দিতে হবে
৪. জামিয়ার ছাত্রদের বিরুদ্ধে করা সব মামলা এবং অভিযোগ প্রত্যাহার করতে হবে
৫. জামিয়ার হিংসায় পুলিশের ভূমিকার তদন্ত করতে হবে
৬. শাহিনবাগে আন্দোলন জারি রাখার অনুমতি দিতে হবে
৭. শাহিনবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন এমন নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps