নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ফারাক্কা : ঘড়িতে তখন সকাল ৫.১০, মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার অন্তর্গত বল্লালপুর এলাকায় ভয়ানক বাস দুর্ঘটনা দেখল আমজনতা। শিলিগুড়ি থেকে বহরমপুরগামী একটি বাসের সঙ্গে তেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির নাম আরাধনা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
মর্মান্তিক এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ৭ জন। পাশাপাশি আহতও হয়েছেন বেশকিছু মানুষ। স্থানীয়দের সহায়তায় বাকি যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশে খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ আসে। কিছুক্ষণ পর ক্রেন দিয়ে বাসটি উদ্ধার করে পুলিশ। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন