Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মুসলমানদের জন্য এত দেশ, হিন্দুদের জন্যও তো একটা দেশ থাকা উচিত : গডকড়ি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সারা পৃথিবীতে হিন্দুদের জন্য নির্দিষ্ট কোনও দেশ নেই। তাই নাগরিকত্ব আইন এ দেশে চালু করা জরুরি। নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশে যখন বিক্ষোভের আগুন ছড়াচ্ছে, তখন এভাবেই যুক্তি পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। তাঁর বক্তব্য, ‛সারা পৃথিবীতে হিন্দুদের জন্য কোনও দেশ নেই। আগে একটা মাত্র দেশ ছিল, নেপাল। কিন্তু এখন তাও নেই, একটাও নেই। তা হলে হিন্দুরা কোথায় যাবেন? শিখরা কোথায় যাবেন? মুসলমানদের জন্য তো অনেক মুসলিম দেশ রয়েছে, যেখানে মুসলমানরা সহজেই নাগরিকত্ব পাবেন। বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছেন।’

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

বুধবার একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সড়ক মন্ত্রী জানান, সরকার যে নাগরিকত্ব আইন চালু করেছে তা অত্যন্ত যুক্তিযুক্ত। তিনি আরও বলেন, ‛আমরা কিন্তু এ দেশের মুসলমান নাগরিকদের বিরুদ্ধে নই। কিছু বিশেষ রাজনৈতিক দল সংখ্যালঘুদের অকারণে ভয় দেখাচ্ছে। আমি কথা দিচ্ছি, আমাদের সরকার যে কোনও রকম বিভাজনের রাজনীতির বিরুদ্ধে।’ কয়েক সপ্তাহ আগে সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এসেছিল বিজেপি। গত বুধবার মধ্যরাতে তাতে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তার পরেই এটি আইনে পরিণত হয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!