Friday, April 26, 2024
দেশফিচার নিউজ

ভারতীয়দের হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা করেছিল ইজরায়েল, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তথ্য ফাঁসের অভিযোগে একসময় বিপাকে পড়তে হয়েছিল মার্ক জুকারবার্গের ফেসবুককে। ফের সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এবার হ্যাকারদের নিশানায় ছিল হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ নিশ্চিত করে জানিয়েছে যে বেশ কয়েকজন ভারতীয় ব্যবহারকারী তাঁদের কাছে অভিযোগ করেছেন যে চলতি বছরের শুরুর দিকে তাঁদের হোয়াটসঅ্যাপের উপর নজরদারি করেছে একটি ইজরায়েলি স্পাইওয়্যার।

তাদের মূল টার্গেট ছিল সাংবাদিক, উচ্চপদস্থ সরকারি কর্মী, মানবাধিকার সংগঠনের আধিকারিক এবং কূটনীতিবিদরা। মঙ্গলবার হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক ইজরায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা এনএসওয়ের বিরুদ্ধে মামলা করেছে। যদিও কোন কোন ভারতীয়ের হোয়াটসঅ্যাপে ওই হামলা চালিয়েছে ইজরায়েলি সংস্থাটি তা জানাতে অস্বীকার করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!