Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজবিনোদন

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন শাহরুখ খান, করলেন বিশাল অনুদানের ঘোষণা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মোকাবিলায় অনুদানের হাত বাড়ালেন শাহরুখ খান। তবে বাকিদের মতো একবারও অনুদানের অঙ্কের উল্লেখ করেননি তিনি, বরং বিভিন্ন ক্ষেত্রে বড় পরিমাণে সাহায্যের ঘোষণা করেছেন তিনি। তাঁর সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট, রেড চিলিজ বিএফএক্স, কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য করবেন শাহরুখ।

তাঁর চলচ্চিত্র প্রযোজনা সংস্থা রেড চিলির পক্ষ থেকে ২ পাতার বিবৃতি ট্যুইট করে লেখা হয়েছে, শাহরুখ ও তাঁর সংস্থাগুলি প্রথম দফায় কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কলকাতা নাইট রাইডার্স ও মীর ফাউন্ডেশন মেডিকেল স্টাফদের ৫০ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দেবে। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ এই সুরক্ষা সরঞ্জাম পাবে। এছাড়াও ‘এক সাথ’ নামের আরকেটি সংস্থার সঙ্গে মিলে মীর ফাউন্ডেশন মুম্বইয়ের সাড়ে ৫ হাজার পরিবারকে অন্তত একমাস খাদ্য সরবরাহ করবে। এছাড়া মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেবে রেড চিলিজ।

হাসপাতাল ও অন্য পরিবারের জন্য ২ হাজার প্যাকেট খাবার তৈরি করা হবে। এছাড়া কলকাতা নাইট রাইডার্সের সহ মালিক শাহরুখ খান, গৌরী খান, জুহি চাওলা মেহতা এবং জয় মেহতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শাহরুখ খান করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে বিভিন্ন ক্ষেত্রেই বিভিন্ন ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়াতেও সাধারণ মানুষ কিং খানের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।

Leave a Reply

error: Content is protected !!