দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির দিকে যাত্রা শুরু করলেন শাহিনবাগের বিক্ষোভকারীরা। যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ, বিক্ষোভকারীদের থামাতে ৫০০ মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে তারা।
৭৬ বছর বয়সী এক বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে বলেন, ‛এখানকার সবাইকে নিয়ে আমরা অমিত শাহের বাড়ির দিকে যাব। সবার সামনে আমরা কথা বলব। আমরা তাঁর থেকে লিখিত চাইব যে, এনআরসি এবং সিএএ প্রত্যাহার করা হবে।’
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ