দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গত এক মাস ধরে শাহিন বাগে শান্তিপূর্ন ভাবে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন চলছে। একাধির রাজনৈতিক নেতা এবং অসংখ্য সাধারণ মানুষ তাতে সামিল হয়েছেন।
বিরোধীরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে দাবি করেছেন। সেই শাহিন বাগের আন্দোলনকারীরা নাগরিকত্ব আইন বাতিলের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধান বিচারপতি ববদেকে চিঠি দিয়েছেন।
কী লেখা হয়েছে সেই চিঠিতে তা সকলকে জানানোর জন্য শাহিনবাগে সমবেত সব আন্দোলনকারীদের মধ্যে তা বিতরণ করা হয়। এবং তাতে সকলের স্বাক্ষরও সংগ্রহ করা হয়েছে যাতে নামের সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের ঠিকানাও লেখা হয়েছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন