দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিশ্বের সেরা অলরাউন্ডার তথা বাংলাদেশের সবচেড়ে বড় ক্রিকেট তারকা শাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। মঙ্গলবার সন্ধ্যায় আইসিসি ট্যুইট করে ও নিজেদের ওয়েবসাইটে এই খবর জানিয়েছে।
আইসিসি জানিয়েছে, শাকিবের এক বছরের শাস্তি স্থগিত থাকবে। প্রথম এক বছরের নিষেধাজ্ঞা চলাকালীন নতুন করে কোনো অপরাধ না করলে পরবর্তী এক বছরের শাস্তি পেতে হবে না তাকে। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
বছর দুয়েক আগে এক বুকির থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন শাকিব। সে বিষয়ে তিনি আইসিসি-র দুর্নীতি বিরোধী ইউনিট বা এসিএসইউ-কে কিছুই জানাননি। সেই অপরাধেই শাকিবের ওপর নেমে এল শাস্তির খাঁড়া। এসিএসইউ-র কাছে দায় স্বীকার করে সাকিব এই সাজা মেনে নিয়েছেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন