দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৪৯৩ রানেই ইনিংস ঘোষণা করেছেন বিরাট কোহলি। এতেই ৩৪৩ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া। মূলত মায়াঙ্ক আগারওয়ালের ২৪৩ রানের মহাকাব্যিক ডাবল সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৩ রানের পাহাড় গড়ে ভারত।
ভারতীয় ইনিংস ঘোষণার পর তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেন। কিন্তু দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিংয়ের সেই একই চিত্র। নড়বড়ে ব্যাটিংয়ে দ্রুত সাজঘরে ফেরেন দুই ওপেনার।
উমেশ যাদবের স্ট্যাম্পের বল ক্রস ব্যাটে খেলে সোজা বোল্ড হয়ে ফেরেন ইমরুল। এরপর ইশান্ত শর্মার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সাদমান।
এরপরই বল হাতে ফের আগুন ঝরাতে শুরু করেন শামি। তিন নম্বরে ব্যাট করতে আসা বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক শামির বলে এলবিডব্লিউ আউট হন। এরপর শামিকে স্কয়ার লেগে খেলতে গিয়ে মায়াঙ্ক আগারওয়ালকে ক্যাচ দিয়ে আউট হন মোহাম্মদ মিঠুন।
শামির বলেই আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেটে ১০৫ রান করেছেন টাইগাররা।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন