দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ফিরলেন শামি, ফেরালেনও। বিশ্বকাপে টিম ইন্ডিয়ার পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার খেলার সুযোগ পেয়ে প্রথম বলেই উইল ইয়ংকে আউট করেন শামি। এই উইকেট নিয়ে তিনি বোঝালেনও কেন টিম ইন্ডিয়ার জন্য জরুরি তিনি। এদিন প্রথম উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন শামি। তিনি একদিনের বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের তালিকায় তিন নম্বরে উঠে আসেন। এক্ষেত্রে শামি পিছনে ফেলে দেন অনিল কুম্বলেকে।
টস জিতে এদিন প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। শুরুতে দুই উইকেট হারিয়েও তিনশো রানের দিকে দৌড়াচ্ছিল কিউয়িরা। শামির পাঁচ উইকেট সেই দৌড় থামিয়ে দেয়। শেষপর্যন্ত ২৭৩ রানে অল উইকেট হয়ে যায় নিউজিল্যান্ড। ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট দখল করেন শামি। অন্যান্য বোলারদের মধ্যে কুলদীপ ২টি, সিরাজ ১টি ও বুমরাহ ১টি উইকেট পান। নিউজিল্যান্ডের হয়ে মিচেল শতরান করেন।